Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধর

৩১ মার্চ, ২০২২ ২:০১ অপরাহ্ণ
চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধর
মীরসরাই প্রতিনিধি :

মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খীলমুরারীর ক্বারী বাড়ি এলাকায় গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা স্ক্রাপ ব্যবসায়ী ইমতিায়াজ (২৮) তার স্ত্রী রোকসানা (২৬), রোকসানার বোন রাজিয়া (২৮), রোকসানার মা আজকিরের নেছা (৫৫) ওপর চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানা মোঃ সাইফুল (৩৫), সাইদুল(৩০), আনোয়ার(২৬), কামরুল (২৬), রানা(২৭) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আহত রোকসানা। হামলায় আহতরা উপজেলা মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভ্রাম্যমান হকার ব্যবসায়ী ইমতিয়াজ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খীলমুরারী এলাকার দোল্লাটিলা এলাকার মৃত রসুল বিডিআর ছেলে সাইফুল ও সাইদুলের বিরুদ্ধে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা সাইফুল ও সাইদুল এর নেতৃত্বে ৫-৭ জনের দল ছুরি,লোহার রড, হাতুড়ী ও গাছের লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্যেশ্যে তাদের উপর হামলা চালায় এবং শ্লীলতাহানীর চেষ্টা করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামীগণ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে খীলমুরারী এলাকায় মাদক, সন্ত্রাস ও এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তাদের হাত থেকে রক্ষা পায়নি নিন্ম শ্রেণীর লোকজন।

এই ব্যাপারে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার বলেন, আমি শুনেছি রোকসানা উপর হামলা হয়েছে এই ব্যপারে চেয়ারম্যানের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো।

এই ব্যাপারে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। জোরারগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখবো।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এএসআই জহির জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার