তেল, গ্যাস, বিদ্যুৎ’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে প্রতীকী অনশন করেছে উপজেলা বিএনপি। একই সাথে তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বৃহস্পতিবার সকালে কবিরহাট বাজারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালন করে তারা।
উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রতীকী অনশনে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এ সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রন ও খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা।