কুষ্টিয়ার দৌলতপুরে গঠন হয়েছে সাংবাদিকদের সংগঠন ‘দৌলতপুর সাংবাদিক ফোরাম ‘। বৃহস্পতিবার (৩১ মার্চ) মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস.আর সেলিমকে সদস্য সচিব করে এই ফোরাম গঠন করা হয়।
এতে আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে রয়েছেন ঢাকা পোস্টের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান শিপন, দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি তামিম আদনান।
আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সদস্য সংগ্রহ, লোগো উন্মোচন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন শিগগিরই করা হবে বলে জানানো হয়েছে ফোরামের পক্ষ থেকে।
সদস্য সচিব এস.আর সেলিম বলেন, দৌলতপুর উপজেলা স্থায়ী ঠিকানা এমন সংবাদকর্মীদের একটি ফোরাম ‘দৌলতপুর সাংবাদিক ফোরাম’।
আহ্বায়ক তাশরিক সঞ্চয় বলেন, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সকলেই দীর্ঘ সময়ের অভিজ্ঞ এবং পেশাদার ভাবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। উপজেলাটির সাংবাদিক সমাজের কল্যাণমুখী কাজে এবং পেশাগত মান উন্নয়নের উদ্দেশ্যে দৌলতপুর সাংবাদিক ফোরামের প্রাথমিক যাত্রা শুরু।