Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

নোয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের সূচনা

৩১ মার্চ, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
নোয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের সূচনা
নোয়াখালি প্রতিনিধি :

‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই স্লোগানে নোয়াখালীর হাতিয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। সংরক্ষণ সপ্তাহ চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) সকালে চরঈশ্বর বাংলাবাজারে আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও সরকার পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদীতে জাটকা ইলিশ শিকার বন্ধ ঘোষনা করেছে। এসময় জাটকা আহরণ, মজুদ, পরিবহন, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ ঘোষনা করা হয়। এ লক্ষ্যে জেলেদের সচেতন করতে সাপ্তহ ব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে মৎস্য অধিদপ্তর। সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবার জেলেদের উপস্থিতিতে আলোচনাসভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ’সহ প্রশাসনিক কর্মকর্তাগণ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন জেলেদের জাটকা ইলিশ শিকারের ফলে বড় ইলিশ কমে যাওয়ার বিষয়টি বুঝিয়ে বলেন এবং জাটকা ইলিশ শিকার বন্ধের আহবান জানান।

শেয়ার