Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা

৩১ মার্চ, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৩১ মার্চ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায়, জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা পরিষদ থেকে “স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ, জোরসে চলো বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা সদরের বাসস্ট্যান্ড সড়ক পদক্ষিন করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহ নেওয়াজ, পৌর-মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোমিন উদ্দিন খানসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক তার বক্তব্যে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ নামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে জানানো হয় বাংলাদেশ নির্ধারত সময়ের আগেই উত্তরণের সূচক উত্তীর্ন করেছে। আগামী ২০২৪ ইং সালে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালে বাংলাদেশ পৌছে যাবে স্বপ্নের উন্নত দেশের তালিকায়।

শেয়ার