Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

৩১ মার্চ, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের দু’পাশের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এ কাযর্ক্রম শুরু করে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী প্রায় ৩ কিলোমিটার সড়কের পাশের অবৈধ কাঁচা ও পাঁকা সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় অবৈধ স্থাপনার মালিকরা তাদের স্থপনা ও মালামাল সড়িয়ে নেয়।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায়। এসময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী জাহিদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার