গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের দু’পাশের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এ কাযর্ক্রম শুরু করে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী প্রায় ৩ কিলোমিটার সড়কের পাশের অবৈধ কাঁচা ও পাঁকা সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় অবৈধ স্থাপনার মালিকরা তাদের স্থপনা ও মালামাল সড়িয়ে নেয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায়। এসময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী জাহিদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।