Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মানুষের ভাগ্য পরিবর্তন করবে পায়রা বন্দরঃ নবনিযুক্ত চেয়ারম্যান

৩১ মার্চ, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
মানুষের ভাগ্য পরিবর্তন করবে পায়রা বন্দরঃ নবনিযুক্ত চেয়ারম্যান
গোপালগঞ্জ প্রতিনিধি :

পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, পায়রা বন্দর পুরোদমে চালু হলে শুধু বাংলাদেশেই নয়, পুরো এশিয়াতে একটি গুরুত্বপূর্ণ বন্দর হবে। এই পায়রা বন্দরকে কেন্দ্র করে শুধু দক্ষিণাঞ্চল না পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনর ঘটবে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও নৌ মন্ত্রণালয় দ্রুততার সাথে সমস্ত কাজ চলছে। খুব দ্রুত সারা এশিয়ায় এই বন্দরের নাম ছ‌ড়িয়ে পড়বে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রীম প্রজেক্ট। এটি তাঁর খুব পছন্দের একটি প্রজেক্ট। বর্তমানে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। ইতিমধ্যে স্বল্পভাবে এ বন্দর চালু হয়েছে। অনেকগুলো টার্মিনাল নির্মাণ, রাস্তা, ব্রীজসহ অন্যান্য সুবিধা তৈরী করা হচ্ছে। আগামী বছর জুন মাসের মধ্যে বন্দরটির ব্যাপকভাবে কাযর্ক্রম শুরু হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা
গঠনে এই বন্দর অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হুসাইন, পিএসসি, বিএন (অব:), সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর এম মামুনুর রশীদ, বিসিজিএমএস ,এএফডব্লিউসি, পিএসসি, বিএন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, এনডিসি, পিএসসি, বিএন, উপসচিব (সচিব) মোঃ সোহরাব হোসেন, সহকারী সচিব (সমন্বয়) মোঃ সাজিদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।

শেয়ার