Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ফরিদপুরে অবৈধ ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

৩১ মার্চ, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
ফরিদপুরে অবৈধ ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার সদর উপজেলার বেপরোয়া মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে স্কুল ছাত্র। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের স্কুল সংলগ্ন মান্নানের দোকানের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নাইম গেরদার এ.এফ.মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে।
এ ঘটনায় নাইমের পরিবারে সন্তান হারানোর আহাজারি চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে নাইম বাই সাইকেলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাটি টানা
একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

স্থানীয় বাসিন্দা মাসুদ মোল্যা জানান, মাটি বিক্রির ট্রাক্টর গুলো বেপরোয়া চলাচলে আজ এই ঘটনা ঘটল। অনেক অদক্ষ চালক এই গাড়ি গুলো চালায়। আমরা এদের
শাস্তি চাই।

এ ঘটনায় উপস্থিত জনতা তাৎক্ষণিক চালকসহ ঐ ট্রাক্টরটি আটক করে পুলিশে সোপর্দ করে।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী ঘটনাস্থল পরিদর্শন
করে দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি নিশ্চিতে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে
তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর ট্রাক্টরসহ চালককে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শেয়ার