কেশবপুরের পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃহ¯পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই দিন প্রতিষ্ঠানে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম এম আরাফাত হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, অভিভাবক সদস্য রশিদুল হাসান, মনিরুজ্জামান, রুস্তম আলী, মিহির হালদার, মিনতী রানী মন্ডল, শিক্ষক সুব্রত চক্রবর্ত্তী, সোহেল পারভেজ, ইমদাদুল হক প্রমুখ।