Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

কেন্দুয়ায় ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা

৩১ মার্চ, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
কেন্দুয়ায় ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৯ নং নওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোনাপাড়া গ্রামের বাসিন্দা নির্বাচিত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে ওই গ্রামের ৩ সন্তানের এক মা ধর্ষন চেষ্টার মামলা করেছেন। গত ২৪ মার্চ তিনি নিজেই বাদী হয়ে কেন্দুয়া থানায় ৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করে বলেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম ২৩ মার্চ রাতে সঙ্গিদেরকে নিয়ে তার বাড়িতে এসে তাকে ধর্ষন চেষ্টা চালায়। তার ডাক চিৎকারে লোকজন এসে জড়ো হলে আমিনুল সহ অন্যরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সরেজমিন গেলে ওই নারী ধর্ষণ চেষ্টা মামলার বিচার দাবী করেন তিনি।

এদিকে গ্রামবাসি অনেকেই বলছেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে ৮ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী ওই নারীর সম্পর্কে চাচতো ভাই সেলিম মিয়ার পরিকল্পনায় বিজয়ী মেম্বার আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করে হয়রানি করে আসছেন।

বুধবার কোনাপাড়া গ্রামের ১৪৩ জন স্বাক্ষরিত একটি আবেদনে ওই মামলাটিকে সাজানো দাবী করে সুষ্ঠু তদন্তের দাবীতে নেত্রকোণা পুলিশ সুপার বরাবর জমা দেন। একই আবেদন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারি পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল, অফিসার ইনচার্জ কেন্দুয়া থানা ও ইউপি চেয়ারম্যানকে অনুলিপি জমাদেন। মামলার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলছে সাজানো অপর পক্ষ বলছে ঘটনাটি সত্য। এ মামলা নিয়ে গ্রামবাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তবে গ্রামের অধিকাংশ লোকজন ওই মামলার সুষ্ঠু তদন্ত দাবী করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, মামলাটি তদন্তাধিন আছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে চার্জশিট হবে, আর যদি সত্যতা না পাওয়া যায় সে ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট (ফাইনাল) দেয়া হবে।

শেয়ার