Top

রায়পুর প্রেসক্লাব নির্বাচন ১৪ই এপ্রিল 

০১ এপ্রিল, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
রায়পুর প্রেসক্লাব নির্বাচন ১৪ই এপ্রিল 
রায়পুর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের ২০২২/২৩ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আসছে ১৪ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। পৌর শহরের মেইন রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ, সদস্য মিজানুর রহমান মোল্লা, এড.কামাল উদ্দিন, প্রদীপ কুমার রায়, ইকরাম হোসেন মুকুল, হারুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। দাখিলের শেষ দিন ৮ এপ্রিল ও মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ এপ্রিল। আর প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীতা প্রকাশের শেষ দিন ১০ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ১৪ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ জানান, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষে কমিশনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে ।
শেয়ার