Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

সামনে ঈদ আবার সক্রিয় হচ্ছে জাল নোট কারবারিরা

০২ এপ্রিল, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
সামনে ঈদ আবার সক্রিয় হচ্ছে জাল নোট কারবারিরা
দিদারুল আলম, চট্টগ্রাম :

রমজান আসার আগেই জাল নোটের কারবারিরা তৎপরতা শুরু করেছে। গত দুই বছর করোনা সংক্রমণের কারণে ঈদ বাজারে টাকার ছড়াছড়ি কম ছিল। তাই তারা তেমন একটা সুবিধা করতে পারেনি। এজন্য এবারের ঈদকে ঘিরে বড় ধরনের পরিকল্পনা করে মাঠে নামছে বলে ধারণা করছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে জাল নোট চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীরা। জব্দ করা হয়েছে কোটি টাকার জাল নোট। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা রমজান ও ঈদকে ঘিরে পরিকল্পনার কথা স্বীকার করেছে।

বন্দরনগরী চট্টগ্রামে এই চক্র আগে কেবল নগরীতে সক্রিয় থাকলেও এখন ছড়িয়ে পড়ছে মফস্বল পর্যায়েও। সেখানে গড়ে তুলছে জালনোট তৈরির অঘোষিত কারখানা। চক্রের সদস্যরা নানা কৌশলে বাজারে ছাড়ছে জালনোট। ঈদকে কেন্দ্র করে জালনোট তৈরিতে মেতে উঠেছে এ ধরনের বেশ কয়েকটি অপরাধী চক্র। প্রতারণার মাধ্যমে টাকা লুটে নিতে কোটি কোটি টাকার জালনোট তৈরি করে তা বাজারে ছাড়ছে। মেতে উঠেছে রমরমা বাণিজ্যে।

চট্টগ্রামে জাল টাকার কারবারিদের ধরতে চলতি বছরে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। গত ২৭ মার্চ (রোববার) র‌্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর একটি টিম কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ গেইটের মঞ্জুর কমপ্লেক্সের নীচে একটি দোকানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করে। এসময় ১৬ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এর আগে শুক্রবার (৪ মার্চ) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ওয়াপদা কলোনি মসজিদ এলাকা থেকে ২২ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার হোসেন (৪৭) নামে ৫ মামলার আসামিকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)। সবশেষ মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে নগরীর চান্দগাঁও থানার থানার মৌলভী পুকুর পাড়স্থ শাহী চাটগাঁ হোটেলের ভেতর থেকে মো. জাকির (৪০) নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তার কাছ থেকে ৫শ ও এক হাজার টাকা মানের এক লাখ একান্ন হাজার টাকা জাল নোট জব্দ করা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদে জাকির পুলিশকে জানিয়েছে, ঢাকা থেকে পাইকারি দরে কিনে এনে চট্টগ্রামে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই সে পুলিশের হাতে ধরে পড়ে। ঈদকে ঘিরে জাল টাকার ছড়িয়ে যাওয়া ঠেকানো এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বাড়তি উদ্বেগের বিষয়।

সূত্র জানায়, ১ লাখ টাকার জালনোট তৈরিতে খরচ হয় মাত্র ৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। তারা পাইকারি বিক্রেতার কাছে ১ লাখ টাকা বিক্রি করে ১৪-১৫ হাজার টাকায়। পাইকারি বিক্রেতা ১ম খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে ২০-২৫ হাজার টাকায়, ১ম খুচরা বিক্রেতা ২য় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে ৪০-৫০ হাজার টাকায় এবং ২য় খুচরা বিক্রেতা মাঠপর্যায় থেকে সর্বোচ্চ পরিমাণ টাকা তুলে নেয়। অর্থাৎ লাখ টাকার বিপরীতে ৮০-৯০ হাজার টাকা তুলে নেয়। আগে ১শ, ২শ কিংবা ৫শ টাকার নোট তৈরি হলেও এখন সর্বোচ্চ ১ হাজার টাকার নোট তৈরিতেই স্বাচ্ছন্দ বেশি তাদের। এতে খরচও কম লাভও বেশি।

সংশ্লিষ্টরা জানান, জালনোট তৈরির জন্য প্রথমে টিস্যু কাগজের এক পার্শ্বে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি স্ক্রিনের নিচে রেখে গাম দিয়ে ছাপ দিত। এরপর ১ হাজার লেখা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের ছাপ দিত। অতঃপর অপর একটি টিস্যু পেপার নিয়ে তার সঙ্গে ফয়েল পেপার থেকে টাকার পরিমাপ অনুযায়ী নিরাপত্তা সুতা কেটে তাতে লাগিয়ে সেই টিস্যুটি ইতঃপূর্বে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি জলছাপ দেওয়া টিস্যু পেপারের সঙ্গে গাম দিয়ে সংযুক্ত করে দিত। আর এভাবেই মুহূর্তেই হাজার টাকার নোট প্রিন্ট হয়ে যেত।

র‌্যাব জানিয়েছে, মোটা অংকের জাল টাকার নোটগুলো সাধারণত অবৈধ অস্ত্র ও মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত হয়। যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না টাকা চেক করে নিতে। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা জাল টাকা ছড়িয়ে দেয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, মাদক ও অস্ত্র কেনার জন্য এই টাকা ব্যবহার করে। লেনদের করার সময় টাকার বান্ডিল দেখানো হয়। ধরা পড়ার ভয়ে টাকার বান্ডেল চেক করার সুযোগ থাকে না। তাছাড়া আসল টাকার বান্ডেলে নকল টাকা ঢুকিয়ে দিতো। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি।

মোস্তফা জামান আরও বলেন, জাল টাকা রোধে র‌্যাব পুলিশের পাশাপাশি নাগরিকদের সচেতন হবে। বাড়ির মালিকদের সচেতন হতে হবে। কাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। সে বাড়িতে কী হচ্ছে সেসব বিষয়ে পাশ্ববর্তী বাসিন্দা কিংবা ভাড়াটিয়াদের সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নাই।

শেয়ার