Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

নকল ওষুধের বাজার প্রতিরোধে কেমিষ্টদের ভুমিকা রাখতে হবে: আ জ ম নাছির

০২ এপ্রিল, ২০২২ ১:০৪ অপরাহ্ণ
নকল ওষুধের বাজার প্রতিরোধে কেমিষ্টদের ভুমিকা রাখতে হবে: আ জ ম নাছির
দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ওষুধ শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি সেবা শিল্প। এই শিল্পের সাথে একদিকে যেমন মানুষের জীবনের নিশ্চয়তা জড়িত আবার অন্যদিকে সংশ্লিষ্ট খাতের ভাবমূর্তিও জড়িত। সুতরাং ওষুধ শিল্পখাতের সংশ্লিষ্ট কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমাজকে এই বিষয়টি বিবেচনায় রেখে পথ চলতে হবে।

সাম্প্রতিক সময়ে দেশে নকল ওষুধের কালো ব্যাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ উঠেছে। নকল ওষুধ ব্যবসা প্রসারের সাথে কিন্তু ওষুধ ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র এসব নকল ওষুধ বাজারে বিপণন করছেন। এদের কারণে দেশের সুস্থ সৎ ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলার উদ্যোগে কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, দেশে নকল ওষুধের বাজার প্রতিরোধে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নকল ওষুধ বিপণনকারী অসাধু ব্যবসায়ীদেরকে আপনারা চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করুন। এদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিন। এই অসাধু চক্রের কর্মকান্ড বন্ধ না হলে দেশের ওষুধ শিল্পখাতের বিপর্যয় ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার শঙ্কা থেকে যাবে।

বিসিডিএস চট্টগ্রাম জেলার সভাপতি সমীর শিকদারের সভাপতিত্ব ও সহসভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো শাহজালাল বাচ্চু ,আবদুল হাই,মনির আহমেদ মনা, জাকের হোসেন রনি, খন্দকার মারুফ এলাহি, মো. আবদুর কাদের, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি মো. নুরুল গণি, মহসীন উদ্দিন আহমদ চৌধুরী,সদস্য জাকির হোসাইন ,শিবু প্রসাদ দাশ, বাবুল কান্তি লালা, মো. লিয়াকত আলী, বিক্রম দাশ, জয় প্রকাশ দাশ প্রমুখ।

শেয়ার