মাগুরা জেলার শালিখা উপজেলার থৈ পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে।গতকাল থেকে এই টুর্নামেন্টের শুরু করা হয়। এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের মাননীয় সাংসদ ড, শ্রী বিরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব তারিফ উল হাসান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এড,শ্যামল কুমার দে,শালিখা থানা অফিসার্স ইনচার্জ জনাব বিশারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মুন্সী, মোঃ সবুর মুসল্লী, ধনেশ্বর গাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতি ইউনিয়নপরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উদ্ভোধনী খেলায় হরিণাকুন্ড বনাম বামনাইল স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্টিত হয়।