স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলে সাতদিনব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ৩০জনের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত। বিশেষ অতিথি ছিলেন-নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, সাংবাদিক খায়রুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব দিলীপ কুমারসহ অনেকে।
এর আগে গত ২৪ মার্চ বিকেলে লোহাগড়া উপজেলা চত্বর পুকুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আবাসিক সাঁতার ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৩০জন অনূর্ধ্ব-১৪ ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে।