ব্যাংক এখন পাশের বাড়িতে এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে ০৮নং দুর্ঘাপুর ইউনিয়নে চৈতন্যেরহাট আধুনিকতার আরেক ধাপ এগিয়ে জনসাধারণ মাঝে নিয়ে এলো ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা।
১লা এপ্রিল (শুক্রবার) চৈতন্যেরহাট সিঙ্গাপুর মার্কেটের ২য় তলা বিকাল ৫টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংক যাত্র শুরু হয়।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি প্রদীপ রঞ্জন চক্রবতি ফিতা কেটে ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শুভ যাত্রা শুরু হয়।
এসময় ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন, চৈতন্যেরহাট বাজার পরিচালনা কমিটি সহ সভাপতি, বেনুতুস দাস, ০৮নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম সেলিম, ৩নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের যুগ সাধারন সম্পাদক আশারফ উদ্দিন সাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়াক আরুফুর রহমান, ৩নং ইয়নিয়নের যুবলীগ কর্মী মোশারফ এইচ সাগর।
এসময় ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপনা পরিচালক মাসুক উদ্দিন বলেন সম্পন্ন সেবা পেতে শনিবার ব্যাংকিং সকল কার্যকম ৯:৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে।