Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

নোয়াখালীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা

০২ এপ্রিল, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
নোয়াখালীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা
নোয়াখালি প্রতিনিধি :

‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভার আয়োজন করেছে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসন।

শনিবার (২ এপ্রিল) সকালে নোয়াখালী জেলা প্রশাসন মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ। এসময় শতাধিক প্রতিবন্ধি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিরা জানান, নোয়াখালীতে ৪৫ হাজার ৩৮১ জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধি থাকলেও জেলায় বাস,সিএনজি কিংবা কোন যানবাহনে প্রতিবন্ধিদের জন্য আলাদা বসার সিট সংরক্ষিত থাকেনা। একারনে তারা অনেক হয়রানির শিকার হতে হয়। এছাড়া অনেক দোকান, হোটেল কিংবা শপিংমলে প্রতিবন্ধিদের প্রবেশ করতে দেয়া হয়না। অচিরেই এসব বিষয়ে জেলা প্রশাসনকে ও সমাজসেবা অধিদপ্তরকে ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান তারা।

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বলেন, নোয়াখালীতে প্রতিবন্ধিদের জন্য একটি পূর্নাঙ্গ স্কুল স্থাপনের উদ্যোগ নেয়া হলে স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমরা অটিজম শিশুদের অন্য দৃষ্টিতে না দেখে স্বাভাবিক দৃষ্টিতে দেখবো। একজন অটিজম শিশুকে সঠিকভাবে সুন্দর জীবন দেয়ার জন্য তার মা-বাবার পাশাপাশি সমাজেরও অনেক দায়ভার রয়েছে।

শেয়ার