ফরিদপুরে ঘাসের জমি হতে অটো রিক্সা চালকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর জামতলা স্লুইসগেট এলাকা থেকে আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির বিশ্বাস (১৫), সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে । সে পদ্মারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পরিবাবেরর দারিদ্রতার কারণে পড়ালেখার পাশাপাশি রিকশা চালাত।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সাব্বির তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও খোজ পায় নাই। শনিবার সকালে ঘাসের ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে।’