Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

ফরিদপুরে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

০২ এপ্রিল, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে ঘাসের জমি হতে অটো রিক্সা চালকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর জামতলা স্লুইসগেট এলাকা থেকে আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির বিশ্বাস (১৫), সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে । সে পদ্মারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পরিবাবেরর দারিদ্রতার কারণে পড়ালেখার পাশাপাশি রিকশা চালাত।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সাব্বির তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও খোজ পায় নাই। শনিবার সকালে ঘাসের ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে।’

শেয়ার