“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ন ব্যাক্তির প্রতিভা বিকশিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর থেকে জিরো পয়েন্ট হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশ পরিদর্শক এস.আই আতাউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।