Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় নদী ভাঙ্গনের আতঙ্কে ৬৫ পরিবার

০২ এপ্রিল, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় নদী ভাঙ্গনের আতঙ্কে ৬৫ পরিবার
বাদল সাহা,গোপালগঞ্জ প্রতিনিধি :

টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া চরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদা বেগম (৬০)। স্বামী ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর পরিবার নিয়ে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে এই গ্রামে। সাত কাঠা জায়গা জুড়ে ছিল বাড়ী। আর বাড়িতে ছিলো উঠান, বিভিন্ন ফল গাছ ও ধানের জমি। কিন্তু নদীর ভাঙ্গনে চলে গেছে সব। এখন শুধু বাড়িটাই আছে। একরাশ চিন্তা নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন তিনি।

তিনি আরো বলেন, বৈশাখ মাসে ঝড়-বৃষ্টিতে নদীর পানি ঘরে উঠে যায়। আর ভাদ্র মাসে পানি সবসময় বারান্দায় থাকে। এই যে নদী দেখছেন এখানে অনেক পরিবার বসবাস করত। সব বাড়িঘর নদীতে ভেঙ্গে গেছে। তাই এখন তারা বিভিন্ন স্থানে ও কিছু লোক সরকারি ঘরে বসবাস করছে। সরকারের কাছে অনুরোধ বেড়িবাঁধ নির্মাণ করে আমাদের থাকার জায়গাটুকু রক্ষা করুক। শুধু ফরিদা বেগম নয় তার মত একই একই অবস্থা ওই গ্রামের নদীপাড়ের ৬৫টি পরিবারের। তারাও রয়েছে ভাঙ্গন আতংকে। কখন ভিটে মাটি টুকু চলে যায় নদী গর্ভে।

সরেজমিনে দেখা ও জানাগেছে, চরপাড়া গ্রামের প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে নদীর ভাঙন অব্যাহত রয়েছে। অব্যাহত ভাঙ্গনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে ৬৫টি পরিবারের। বহু বছর ধরে অনবরত পাড় ভাঙতে থাকায় ঘরবাড়ি ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসী বিভিন্নভাবে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা করলেও শেষ রক্ষা হচ্ছে না। অনেক পরিবার বাপ-দাদার ভিটেবাড়ি হারিয়ে ভাড়া বাড়িতে আবার কেউ সরকারি ঘরে বসবাস করে করছেন। নদী ভাঙ্গন ঠেকানো না গেলে ভাঙ্গনের প্রভাব পার্শ্ববর্তী সরকারি গুচ্ছগ্রামেও পরবে। তাই নদী ভাঙ্গন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন।

এলাকাবাসীর অভিযোগ, পূর্বে সহকারী কমিশনার ভূমি, ইউএনও, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙ্গনের স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেও কোন পদক্ষেপ নেয়নি তারা। দ্রুত নদী ভাঙ্গন ঠেকানো না গেলে ৬৫ পরিবারের মাথা গোঁজার জায়গা টুকুও থাকবেনা।

চরপাড়া গ্রামের হাসিবুর রহমান বলেন, ছোটবেলা থেকেই দেখছি এই নদীর ভাঙ্গন। আমাদের যত জায়গা জমি ছিল সব নদীর মধ্যে চলে গেছে। তাই আমরা এখন ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমাদের সবার আবেদন এখানে এমন কিছু একটা করে দিক যাতে ভাঙ্গন রোধ করা যায়।

একই গ্রামের বৃদ্ধ আতিয়ার তালুকদার ও হাসি বেগম বলেন, এই ভাঙ্গনের জায়গা পূর্বে এসিল্যান্ড, ইউএনও, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে বলেছে ভাঙ্গনরোধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয় নাই। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়ে যায়।

একই গ্রামের তহমিনা বেগম বলেন, পুরো গ্রামে নদীর ভিতরে চলে গেছে। এখানে যারা আছে সবাই ভূমিহীন লোক। কারো নিজস্ব কোন জায়গা জমি নাই। আমাদের ঘরবাড়ি ভাঙতে ভাঙতে এখানে থাকাই দায় হয়ে পরেছে। সরকারের কাছে আবেদন ভাঙ্গনরোধ করুন না হলে আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেন।

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, কয়েকমাস হলো আমি টুঙ্গিপাড়ায় যোগদান করেছি। নদী ভাঙ্গনের ব্যাপারে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ভাঙ্গনকবলিত স্থান পরিদর্শন করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ভাঙ্গন ঠেকাতে কার্যকারী পদক্ষেপ গ্রহন করা হবে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে নদী ভাঙ্গনের বিষয়টি জানতে পারলাম। পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার