Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

০২ এপ্রিল, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
বাদল সাহা ,গোপালগঞ্জ : :

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। শনিবার বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভায় সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।

এখানে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিজিওথ্যারাপি কনসালটেন্ট ডা. আল মনসুর, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার