Top
সর্বশেষ

আট বছর ধরে নতুন ভবনের স্বপ্ন শিক্ষার্থীদের

০২ এপ্রিল, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
আট বছর ধরে নতুন ভবনের স্বপ্ন শিক্ষার্থীদের
হোসেন বেপারী হাজীগঞ্জ (চাঁদপুর) :

২০১৪ সালে চার কক্ষ বিশিষ্ট একটি ভবন পুকুরে হেলে পড়ে যায়। পরিত্যক্ত ঘোষণা হয় ভবনটি। সে থেকে ভবনটি পড়েই আছে। ওই ভবনে নেয়া যাচ্ছে না কোন ক্লাস। পরিত্যক্ত ভবনটি এখন গোয়ালাঘরের মতোই পড়ে আছে। এদিকে ভবনের অভাবে শিক্ষার্থীরা হারাচ্ছে শিক্ষার পরিবেশ। ৮ বছরে এ বিদ্যালয়ের পাশে এলাকাবাসীর সহযোগিতায় কোনমতে দুই কক্ষ নির্মাণে করে প্রাক-প্রাথমিক, অফিস ও বাকি ক্লাসের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আট বছর ধরে একটি নতুন ভবনের স্বপ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

এটি হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।

ওই বিদ্যালয়ে বর্তমানে ১৩৪ জন শিক্ষার্থী। প্রধান শিক্ষক সহ সাতটি পদের মধ্যে একটি সহকারী শিক্ষক পদ শূণ্য। এই নিয়ে হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিদ্যমান।
তৃতীয় শ্রেণির এক ক্ষার্থী ও পঞ্চম শ্রেণির এক ছাত্র জানায়, ‘ ভবন না থাকার কারণে অনেক কষ্টে ক্লাস করতে হচ্ছে। গাদাগাদি করে ক্লাসে থাকা অনেক কষ্ট হয়। নতুন একটি ভবন চান শিক্ষার্থীরা।

বিদ্যালয়ে অভিভাবক তৌহিদুল ইসলাম জানান,‘ স্থানীয় উদ্যোগে শিক্ষার্থীদের বসার জন্য ব্যবস্থা নিলেও তা অপ্রতুল। মাঝে মাঝে শিক্ষার্থীদের মাঠে বসিয়েও ক্লাস নিতে হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত একটি ভবন প্রয়োজন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি রানী পাল বলেন, এ মূহুর্তে আমাদের পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে নতুন ভবন তৈরি করলে আমাদের এ সমস্যাটির সমাধান হবে।

স্থানীয় ইউপি সদস্য সদস্য শাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় এ বিদ্যালয়টি ভবন জনিত সমস্যায় ভুগছে। ভবন না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। স্থানীয় এমপি মেজর. রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের কাছে হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন দাবি করছি।
বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি শিল্পি আক্তার বলেন, দীর্ঘদিন থেকে আমাদের স্কুলটি ভবনের অভাবে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। আমরা সরকারের কাছে একটি ভবন দাবি করছি।

হোসেন বেপারী
হাজীগঞ্জ (চাঁদপুর)

শেয়ার