Top
সর্বশেষ

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বায়তুল মোকাররমের খতিব

০২ এপ্রিল, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বায়তুল মোকাররমের খতিব
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নব নিযুক্ত খতিব আল্লামা মুফতি রুহুল আমিন।

শনিবার (২ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জের উপ-পরিচালক মাওলানা মাস-উ-দুল হক লাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ, পাটগাঁতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহমেদ, বাংলাদেশ খাদেমুল ইসলামের নেতৃবৃন্দ সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশ বরেণ্য আলেম আল্লামা মুফতি রুহুল আমিন উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরীর (রহ.) কনিষ্ঠ পুত্র ও টুঙ্গিপাড়ার জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা কওমি শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাপরিচালক। ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো: আব্দুল কাদের শেখের স্বাক্ষরিত নিয়োগপত্রে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত হন তিনি।

শেয়ার