Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

রাজবাড়ীতে চার দফা দাবিতে প্রতিবন্ধিদের মানববন্ধন

০২ এপ্রিল, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
রাজবাড়ীতে চার দফা দাবিতে প্রতিবন্ধিদের মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি :

প্রতিবন্ধিদের ভাতা বৃদ্ধি, সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা। এ সময় মানববন্ধনে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধি জনগোষ্ঠী উপস্থিত ছিল।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার জামতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শহিদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ শেখ ও অন্যান্য প্রতিবন্ধি নেতারা।

শহীদ শেখ বলেন, আমরা এখন সরকারি ভাবে ৭৫০ টাকা ভাতা পাই। এই ভাতা নিম্নতর ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধিদের মৌলিক চাহিদা ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে। সুবর্ণ নাগরিক অধিকার বাস্তবায়ন করতে হবে। কোটা ১০ শতাংশ নিশ্চিত করতে হবে।

আশরাফ শেখ বলেন, দ্রব্যমূল্যর উদ্ধগতিতে আমাদের জীবন চালানো দায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেয়া হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আলিম মিয়া, কোষাদক্ষ্য বাচ্চু শেখ, সাংগঠনিক সম্পাদক মজিদ মোল্লা প্রমূখ।

 

শেয়ার