মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রের নাম মো. আরিফুল ইসলাম (১৪)। সে উপজেলার হোগলপাতিয়া এলাকার হারুন সরদারের ছেলে এবং কৃষ্ণনগর এলাকার দারুল কোরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় ওই মাদ্রাসার বাবুর্চির স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আরিফুল মাদ্রাসার বাবুর্চি বোরহানের সঙ্গে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর আরিফুল মাদ্রাসায় ফিরে আসেনি। আজ সকাল আটটার দিকে স্থানীয় কয়েক যুবক পুকুরে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা কালকিনি থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে এবং লাশের পরিচয় নিশ্চিত করে। এ ঘটনার পর থেকে বোরহান গা ঢাকা দিয়েছেন।
দারুল কোরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসার পরিচালক মুফতি মুনির হোসাইন প্রথম আলোকে বলেন, আরিফুলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল। তার ব্যবহারও অমায়িক ছিল। পুকুর থেকে ওর লাশ উদ্ধারের খবরে সবাই অবাক হয়েছে। এখন ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে জানান তিনি।
জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক বলেন, নিহত ছাত্রের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ওই ছাত্রকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ওসি ইশতিয়াক আশফাক আরও বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, নিহত আরিফুল গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। আরিফুলের সঙ্গে ওই মাদ্রাসার বাবুর্চি বোরহানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। গতকাল রাতে দুজনে একসঙ্গে মাদ্রাসা থেকে বের হয়েছিল বলে জানা গেছে। আবার বোরহানের বাড়ির পাশের পুকুর থেকেই লাশটি উদ্ধার হয়েছে। এ ঘটনার পর থেকে বোরহান পলাতক। তাই এ ঘটনায় বোরহান জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বোরহানের স্ত্রীকে থানায় নিয়ে আসা