Top
সর্বশেষ

ঢামেকের জরুরি বিভাগে আগুন

০৭ জানুয়ারি, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
ঢামেকের জরুরি বিভাগে আগুন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা একটা ৪৮ মিনিটে জরুরি বিভাগের আইসিইউতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। কোথা থেকে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিক জানা যায়নি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার