Top
সর্বশেষ

রূপগঞ্জে প্রতিবন্ধি ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

০৩ এপ্রিল, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
রূপগঞ্জে প্রতিবন্ধি ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার
মোঃ সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মানসিক প্রতিবন্ধি ধর্ষণের অভিযোগে মুসলিম উদ্দিন (৬০) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৩ মে) রোববার সকালে উপজেলার কর্ণগোপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুসলিম উদ্দিন বি-বাড়িয়া জেলার নবীনগর থানার গঙ্গানগড় বেপারীপাড়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। বর্তমানে কর্ণগোপ এলাকার কাশেম ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গত (২ মে) শনিবার সকাল ১০টার দিকে ওই প্রতিবন্ধি শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে মুসলিম উদ্দিন।

এ সময় স্থানীয় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই প্রতিবন্ধির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

শেয়ার