Top
সর্বশেষ

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৩ এপ্রিল, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ জাকির হোসেন সাহেব (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাহেব নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রধানকুন্ডি গ্রামের মোঃ খলিল মন্ডলের ছেলে। র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধুসেতু পশ্চিম ফুড কর্ণারের সন্নিকটে অভিযান চালিয়ে ৮কেজি ২’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৬৮০টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার