Top

সেহরি না খেয়ে রোজা রাখতে হলো জাবির আবাসিক হলের ছাত্রীদের

০৩ এপ্রিল, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
সেহরি না খেয়ে রোজা রাখতে হলো জাবির আবাসিক হলের ছাত্রীদের
মেহদী ইসলাম, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের আবাসিক ছাত্রীরা না খেয়ে রোজা রাখতে হয়েছে। ৩ এপ্রিল (রবিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ফজিলাতুন্নেসা হলের আবাসিক ছাত্রীরা খাবারের মান উন্নয়নের দাবিতে মানববন্ধন করেন হলের সামনে।

 

ফজিলাতুন্নেসা হলের ডাইনিংয়ে ১ম রোজার সেহরির খাবারের তালিকায় ছিলো, পঁচা ভাত, মুরগীর মাংসের নাড়িভুড়ি, ইত্যাদি।

ফিন্যান্স এবং ব্যাংকিং ৪৭ তম ব্যাচের ফজিলাতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী উপমা বলেন, ” ১২ দিন ধরে ক্যান্টিন বন্ধ ছিলো কিন্তু কোন হাউজ টিউটর আমাদের খোঁজ নেননি, গতকাল রাতে সেহরি খেতে গিয়ে পঁচা ভাত, মুরগীর নাড়িভুড়ি দেখি, আমাদের অনেক সহপাঠীরা বলতে গেলে না খেয়েই রোজা রেখেছে।”

৪৪ তম ব্যাচের ফজিলাতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী মুমু বলেন, ” এই হলে ডাইনিং ছিলো না, ক্যান্টিনে নানা সমস্যা, সর্বশেষ যে ক্যান্টিন চালাতো তাকে কোন অভিযোগ জানালে সে বলতো রান্না করে খাও, প্রভোস্ট স্যারকে জানালেও তিনি বলেছেন আমি দেখছি, কিন্তু আদৌও কোন সমাধান হয়না, কিছু সময়ের জন্য ডাইনিং চালু হলো, স্যার বললেন সেহরিতে স্পেশাল খাবার থাকবে, স্পেশাল খাবার হচ্ছে, মুরগীর চর্বি, নাড়িভুড়ি, পঁচা ভাত, আমি বিস্কুট খেয়ে রোজা রেখেছি, ”

এ বিষয়ে জানতে চাইলে ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট এ টি এম আতিকুর রহমান বলেন, “আমরা বিষয়টি নিয়ে ওদের সাথে বসে সমাধান করবো, হুটহাট বাহিরে মানববন্ধন করলেই সমাধান হয়না।”

 

শেয়ার