Top

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

০৪ এপ্রিল, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
নোয়াখালি প্রতিনিধি :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানে বাজার তদারকির অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা না থাকায় একটি ফল দোকানিকে ১৫ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে সাথে মূল্য তালিকা না থাকায় একাধিক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে পৌর এলাকার ওছখালী বাজারে এ অভিযান চালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে পৌরশহরের ওছখালী মোড়ে আরমান ফল দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানের মালিককে ১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ বলেন, রমজান উপলক্ষ্যে আমাদের অভিযান প্রতিদিন চলমান থাকবে। প্রথম দিনে দোকানদারদের মৌখিক সর্তক করা হয়েছে। আগামীকাল থেকে আইন অমান্যকারি সবাইকে জরিমানা করা হবে।

শেয়ার