Top
সর্বশেষ

রাতের আধারে সরকারি গাছ কাটলেন সাবেক মেম্বার

০৪ এপ্রিল, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
রাতের আধারে সরকারি গাছ কাটলেন সাবেক মেম্বার
সাভার (ঢাকা) প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় রাতের আধারে একটি আঞ্চলিক সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক মেম্বার আব্দুর রশিদের বিরুদ্ধে। এসময় কাটা গাছের অংশবিশেষ জব্দ করেছে গ্রামপুলিশ।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে রাতের আধারে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ। এর আগে গত রাতে ধামরাই-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার নৈহাটি এলাকায় গাছ কেটে নেওয়ার সময় হাতেনাতে কাটা গাছ গুলো জব্দ করা হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দফাদার হযরত আলী, বলেন রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সড়কের পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রশিদের উপস্থিততে গাছ কাটার দৃশ্য দেখতে পাই। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজকে বিষয়টি জানাই। এসময় ওই ওয়ার্ডের বর্তমান সদস্য ঘটনাস্থলে আসলে চেয়ারম্যানের নির্দেশে কাটা গাছ গুলো জব্দ করা হয়। তবে সটকে পড়েন সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আব্বাস আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো জব্দ করেছি।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ জানান, রাতের আধারে ওউ এলাকার সাবেক মেম্বার রশিদ ও পোষ্ট মাষ্টার আব্দুর রহমান সড়কের সরকারি গাছ কেটে বিক্রি করছিলেন। খবর পেয়ে গাছগুলো জব্দ করে গ্রামপুলিশের জিম্মায় রাখা হয়েছে। একই সাথে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এব্যাপারে আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গাছ গুলো পোস্টমাস্টার আব্দুর রহমানের কাছ থেকে তিনি কিনেছেন। তবে যোগাযোগ করা হলে পোস্টমাস্টার আব্দুর রহমানকে পাওয়া যায় নি।

শুধু রাতের আধারে সরকারি গাছ কেটে বিক্রি নয়, এই পোষ্ট মাষ্টার নৈহাটি বাজারের আরএস রেকর্ডীয় রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া সদ্য রোপণ করা গাছ তুলে পাশের জলাশয়ে ফেলে দিয়েছেন আব্দুর রহমানের ভাতিজা সোলাইমান।

 

শেয়ার