Top
সর্বশেষ

আশুলিয়ায় নালা থেকে আঙুল কাটা লাশ উদ্ধার

০৭ জানুয়ারি, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
আশুলিয়ায় নালা থেকে আঙুল কাটা লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক :

সাভারের আশুলিয়ায় একটি নালা থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাতের পাঁচটি আঙুল কাটা ছিল।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার অলিম্পিয়াড ভবনের পাশের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ নালায় ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠানো হয়েছে।

এমএইচ

শেয়ার