Top

সিরাজগঞ্জে টাকা নিয়ে ইট সরবরাহ না করায় ভাটা সিলগালা

০৬ এপ্রিল, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে টাকা নিয়ে ইট সরবরাহ না করায় ভাটা সিলগালা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রাহকের সাথে প্রতারণার দায়ে ইটভাটা সিলগালাসহ অননুমোদিত পামওয়েল বিক্রির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমান আদালত।

মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (৬ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে
অভিযান চালায়।

এসময় মূল্য তালিকা না থাকায় এক দোকানিকে ২ হাজার, সরিষার মিলকে ৭ হাজার ও অননুমোদিত পামওয়েল বিক্রির জন্য আশিক স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর রবিউল ইসলাম চাঁন নামে এক ব্যক্তি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগ করেন, কেএসবি ইটভাটা মালিক ইট দেয়ার নামে তার কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ওই ভাটার মালিক তাকে ইট সরবরাহ করেননি।

অভিযোগটি শুনানির জন্য কেএসবি ভাটার মালিককে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেয়া হলেও তিনি হাজির হননি। তার অভিযোগটি সত্য প্রমাণিত হওয়ায় কেএসবি ইটভাটা সিলগালা করে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

শেয়ার