গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ের ডিলারের মাধ্যমে টিসিবি-র পণ্য বিক্রি শুরু হয়েছে। ৫ উপজেলার ৫টি পয়েন্টে ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫ জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় টিসিবি পন্য বিক্রি শুর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাশেদুর রহমান ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন টিসিবি পন্য বিক্রি কাযক্রম পরিদর্শন করেন।
দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে উপকারভোগীদের মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যায্যমুল্যে টিসিবি পন্য বিতরণ করা হচ্ছে। টিসিবি-র পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি মশুর ডাল (৬৫ টাকা), দুই কেজি চিনি (৫৫ টাকা), দুই লিটার সোয়াবিন তেল (১১০ টাকা) এবং দুই কেজি ছোলা (৫০ টাকা)। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে উর্দ্ধগতি এবং পবিত্র রমজান রেখে সামনে রেখে এসব টিসিবি পন্য বিক্রি করা হয়।