Top

স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী গ্রেফতার

০৭ এপ্রিল, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী গ্রেফতার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্ত্রীর দায়েরকৃত মামলায় শিক্ষক স্বামী কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষক মলয় রায় বল্লভ কোটালীপাড়া দয়াল হালদার আদর্শ বিদ্যাপিঠের সহকারী প্রধান শিক্ষক ও নারায়ন খানা গ্রামের বিমল রায়ের ছেলে।

গত বুধবার (০৬.০৪.২০২২) দিবাগত রাতে কোটালীপাড়া থানা পুলিশ শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ন খানা গ্রামের নিজ বাড়ি থেকে শিক্ষক মলয় রায় বল্লভকে গ্রেফতার করে।

কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম জানান, শিক্ষক মলয় রায় বল্লভের স্ত্রী প্রতিমা বিশ্বাস বাগেরহাটে পারিবারিক আদালতে মামলা করেন। এই মামলায় আদালত শিক্ষক মলয় রায় বল্লভকে ৩ মাসের সাজা প্রদান করেন। এরপর মলয় রায় বল্লভ আদালতে হাজিরা না দিলে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। আদালতের এই ওয়ারেন্টের কপি কোটালীপাড়া থানায় আসলে পুলিশ শিক্ষক মলয় রায় বল্লভকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার