Top
সর্বশেষ

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি অপরাধে তিন ব্যবসায়ীর জরিমানা

০৭ এপ্রিল, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি অপরাধে তিন ব্যবসায়ীর জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এই জরিমানা করেন।

মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আড়তগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে
মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে শুভ সৈকত আড়তকে ১৫ হাজার, মাহে রমজানে পাকা রশিদ না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ইয়াকুব স্টোরকে ৫ হাজার ও মূল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরআগে শাহজাদপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আল আমিন নামে ড্রেজার মেশিন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

শেয়ার