Top
সর্বশেষ

শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

০৭ এপ্রিল, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বুধবার রাতে আরিফুল গনি লিমন নামে এক সাংবাদিকের পুকুরে বিষ ঢেলে দেশিয় প্রজাতির প্রায় দুই লাখ টাকার বিভিন্ন মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন।
আরিফুল গনি লিমন দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। সাংবাদিক লিমন অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশে ১৫ বিঘা পুকুর একতা সমাজ উন্নয়ন সংস্থার কাছ থেকে বাৎসরিক আড়াই লাখ টাকায় ইজারা নিয়ে দেশি প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছেন। সম্প্রতি সমিতির পক্ষে স্থানীয় মাতব্বর ফজলার রহমান তালুকদার ওই পুকুর ইজারার জন্য আরো অতিরিক্ত টাকা দাবি করেন। দাবিকৃত অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে সমিতির কতিপয় সদস্য ও ফজলার রহমান তালুকদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে বুধবার রাতে তাদের লোকজন উত্তরপাশের পুকুরে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে তাকে খবর দেয়া হলে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে অভিযুক্ত ফজলার রহমান তালুকদার জানান, সাংবাদিক লিমন পরিকল্পিতভাবে নিজেই পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে ও সমিতির সদস্যদের দায়ী করছেন।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার