Top
সর্বশেষ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় গৃহবধূ কারাগারে

০৭ এপ্রিল, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় গৃহবধূ কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় গৃহবধূ নাইস খাতুনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পৌর এলাকার রাণীগ্রাম একডালা মহল্লার শাহাদত হোসেনের স্ত্রী। সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৌর এলাকার জানপুর মহল্লার ছাকমান হোসেনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আকাশের (২৫) বিরুদ্ধে গত বছরের ২৩ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে
সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। পুলিশ এ মামলা তদন্ত শেষে ১৬ নভেম্বর সংশ্লিষ্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

আদালতে এ মামলা মিথ্যা হিসাবে প্রমাণিত হয়। এ ব্যাপারে বিজ্ঞ আদালতের নির্দেশে এসআই আলিম হোসাইন বাদী হয়ে ওই গৃহবধূর বিরুদ্ধে ২৫ মার্চ মামলা দায়ের করেন। এ মামলার পর থেকে ওই গৃহবধূ পলাতক ছিল।

বুধবার ভোর রাতে রায়গঞ্জ থানার নিমগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার