Top
সর্বশেষ

যশোরে ট্রাকের ধাক্কায় যাত্রী নিহত

০৭ এপ্রিল, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
যশোরে ট্রাকের ধাক্কায় যাত্রী নিহত
যশোর প্রতিনিধি :

যশোরের বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে।ভ্যান চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

বৃহস্পতিবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার বাগআচড়া বেলতলা মুড়িরমিল নামক স্হানে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে পুলিশের ওসি মঞ্জুরুল আলম। নিহত কওছার আলী (৭০)ঝিকরগাছা উপজেলার নাভারন গোডাউন কলোনি পুর্বপাড়ার কালু হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে মঞ্জুরুল আলম বলেন, ভ্যানে করে নিহত কওছার আলী সোনাবাড়ীয়া গ্রামের কবিরাজের কাছে যাচ্ছিলেন।পথিমধ্যে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিলের সামনে পৌছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দেয়।এতে ভ্যানের চালকসহ যাত্রী কওছার পাকা রাস্তার উপর ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কওছার আলী মারা যায়।ভ্যান চালক সাহেব আলীকে(৬৫) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঞ্জুরুল বলেন,ভ্যানকে ধাক্কা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায় তবে ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। চালকসহ ট্রাকটি আটকে অভিযান চলছে।

শেয়ার