Top

সাপাহারে স্কাউট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

০৮ এপ্রিল, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
সাপাহারে স্কাউট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ স্কাউটস সাপাহার শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ,স্কাউট লিডার নজরুল ইসলাম, কার স্কাউট লিডার মনিরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

এসময় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, জামান নগর, ডাঙ্গাপাড়া, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে স্কাউট সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

 

শেয়ার