নাটোরের গুরুদাসপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন এলাকা হলেও হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন গুরুদাসপুরবাসী। বিশেষ করে তারাবি নামাজ ও ইফতারের সময় লোডশেডিং এর কারনে ভোগান্তিতে পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
হঠাৎ করে পবিত্র রমজান মাসে লোডশেডিং বেড়ে গেছে। বিশেষ করে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় আরাধনার মাস পবিত্র মাহে রমজানে লোডশেডিংয়ে কারনে তীব্র গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকল মুসল্লিরা। বিদ্যুতের এমন আসা-যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।
সাধারন মানুষের অভিযোগ, রমজান মাসের শুরু থেকেই বিশেষ করে তারাবির নামাজ, এবং ইফতারের সময় লোডশেডিং দেখা দেয়। যার ফলে তীব্র গরমের মধ্যে নামাজ আদায় করতে হচ্ছে । তারাবির নামাজ এবং ইফতারের সময় যেন লোডশেডিং না দেওয়া হয় তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন তাঁরা।
এ বিষয়ে গুরুদাসপুর জোনাল অফিসের কর্মকর্তা ডিজিএম মোঃ আব্দুর রশিদ বলেন, আমাদের গুরুদাসপুরে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট, আমাদের দেওয়া হচ্ছে ১৪ মেগাওয়াট। সন্ধ্যা কালীন সময় ৬ হতে রাত্রী ১২টা পর্যন্ত লোডশেডিং আওতায় পড়ছে। গ্যাস উৎপাদন কম হওয়ার কারনে সারাদেশে বিদ্যুত উৎপাদন কম হচ্ছে। যার কারনে এই সমস্যা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন খুব অচিরেই এই সমস্যার সমাধান হবে।