গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার হাতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার দুপুরে মহাদেবপুর
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের একজন সহকারী পুলিশ
সুপারের সমন্বয়ে একটি টিম; অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল, পিটুনির শিকার শিক্ষার্থী ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সাথে কথা বলে।
সব পক্ষের বক্তব্যে মনে হয়েছে, স্কুল ড্রেস না পরে আসায় শিক্ষার্থীদের ওই শিক্ষিকা শাসন করেছেন। পিটুনির শিকার শিক্ষার্থীদের মধ্যে একজন সনাতন ধর্মেরও ছিলেন। শুধু তাই নয়; ঘটনার দিন ৬ এপ্রিল স্কুল ড্রেস পরে না আসার কারনে একজন শিক্ষকও কয়েকজন পুরুষ শিক্ষর্থীকে শাসন করেন। ঘটনাটি পরে হিজাব বিতর্কের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে হয়েছে।
ইউএনও বলেন, গঠিত তদস্ত কমিটি আগামী ৩ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবেন। এদিকে যেকোন অপ্রিতকর ঘটনা এড়াতে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয় ও
এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রশঙ্গত, গত ৬ এপ্রিল বেলা ১১টার দিকে মহাদেবপুর উজেলার ‘দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের’ ৮ম, নবম ও ১০ম শ্রেনীতে পড়ুয়া প্রায় ১৮ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস না পরে আসায় মারধর করেন স্কুলটির সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল। যা পরে হিজাব বিতর্কে রুপ নেয়।