Top
সর্বশেষ

ছোট ভাইয়ের উপর অভিমানে করে বড় ভাইয়ের আত্মহত্যা

০৮ এপ্রিল, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
ছোট ভাইয়ের উপর অভিমানে করে বড় ভাইয়ের আত্মহত্যা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে ছোট ভাইয়ের উপর অভিমান করে বড় ভাই কাউসার আহম্মেদ (১২) আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সরদার পাড়া গ্রামে নিজ ঘরে সে আত্মহত্যা করে।

নিহত কাউসার আহম্মেদ জুমাইনগর আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল। তাঁর পিতার নাম জাবেদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে কাউসার আহম্মেদ তাঁর ৮ বছর বয়সী ছোট ভাই ওয়াজিবের সাথে ঝগড়া হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অভিমান করে ঘরের আড়ার সাথে কাঁপুর পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন গলায় ফাঁস দেওয়ার দৃশ্য দেখতে পায়। তাঁর মৃত্যু নিশ্চিত জেনে পুলিশকে খবর দেয়।

গুরুদাসপুর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, ‘সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার