Top

বাউফলে নিখোঁজের পরে খাল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

০৯ এপ্রিল, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
বাউফলে নিখোঁজের পরে খাল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৬ দিন পর মোসাঃ নুসরাত জাহান(৪) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৮ই এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার বাহির দাশপাড়া গ্রামের দাশপাড়া- নওমাল সড়কের পাশের খাল থেকে লাশটি উদ্ধার করে বাউফল থানা পুলিশ। নুসরাত উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের মো:ফরিদ মৃধার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল বিকেল থেকে নিখোঁজ রয়েছে নুসরাত। এরপর বহু খোঁজাখুঁজির পরেও কোন খোঁজ না পাওয়া গেলে ৬ই এপ্রিল বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করে নুসরাতের পরিবার। ডায়েরি নম্বর ২৩০-০৬/০৪/২০২২.

পুলিশ জানায়, ৮ই এপ্রিল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা মাকসুদা বেগম নামের একজন মহিলা নুসরাতের বাড়ির পাশের খালে একটি লাশ ভাসতে দেখে তাদেরকে জানালে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করার জন্য আগামীকাল সকালে মৃতদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার