Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ডাম্প ট্রাক উল্টে চালক নিহত

০৯ এপ্রিল, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ডাম্প ট্রাক উল্টে চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়ামুকুন্দ নামকস্থানে ডাম্প ট্রাক উল্টে আপন (২৬) নামের এক চালক নিহত হয়েছে। সে ওই উপজেলার বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে হেলপার শাহাদত (৩০)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত উপজেলার কয়েকটি স্থানে পুকুর খনন চলছে। এ পুকুর খননের মাটি কয়েকদিন ধরে ডাম্প ট্রাকে পরিবহন করছিল ওই চালক। শনিবার দুপুরের দিকে তাড়াশ-মাগুড়া আঞ্চলিক সড়কের উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন এবং হেলপারকে উল্লেখিত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার