সিলেটে কলেজ ছাত্র সোহেল হত্যা মামলায় একজনের ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসির রায় প্রদান করেছেন আদালত। রবিবার সকালে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোমিনুন নেসা এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত তছির বক্সের ছেলে রফিক বক্স। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি রফিক বক্সের স্ত্রী সাথী বেগমকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলেজছাত্র সোহেল আমিন এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ওত পেতে বসে থাকা আসামি রফিক বক্স ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল আমিনকে হত্যা করে। নিহত সোহেল আমিন সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুল কাইয়ুম আনা মিয়ার ছেলে। সোহেল আমিন মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘবিচার শেষে রবিবার সকালে চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জোবায়ের বখত। তিনি বলেন, আসামি পূর্ব পরিকল্পিতভাবে একজন কলেজছাত্রকে হত্যা করে। বিজ্ঞ আদালত প্রকৃত দোষী রফিক বক্সকে ফাঁসি দিয়েছেন। অপর আসামি তার স্ত্রীকে খালাস প্রদান করেছেন।