Top
সর্বশেষ

মানিকগঞ্জে শত্রুতার জেরে হত্যা, ১জনের যাবজ্জীবন দন্ড

১০ এপ্রিল, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
মানিকগঞ্জে শত্রুতার জেরে হত্যা, ১জনের যাবজ্জীবন দন্ড
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলার সিংগাইরে বিমল মন্ডল (৪০) নামের এক কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে আসামি চন্দ্র লাল অধিকারী (৫০) কে যাবজ্জীবন দন্ড দিয়েছে আদালত।

আজ দুপুর সোয়া ২ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন। ওই রায়ে একই সঙ্গে চন্দ্র লাল অধিকারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বিচারক।

এদিকে কারাদন্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী জেলার সিংগাইর উপজেলার স্বরুপপুর এলাকার মৃত কুমেদ অধিকারীর ছেলে বলে জানা গেছে। এছাড়া একই মামলা থেকে খালাস পাওয়া অপর দুই ব্যক্তি উপজেলার স্বরুপপুর এলাকার আবুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায় বলেও জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে স্বরুপপুর গ্রামের জিন্নত আলীর বাড়ির সামনে বিমল মন্ডলকে মারধোর করে আসামী চন্দ্র লাল অধিকারীসহ আরও কয়েকজন। এ ঘটনার পর বিমলকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিমল চন্দ্রকে মৃত ঘোষনা করেন।

পরবর্তীতে এ ঘটনায় বিচার চেয়ে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করে বিমলের বাবা কুসাই মন্ডল। এরপর বিজ্ঞ আদালতের বিচারক মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে আজ এই রায় ঘোষনা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট নিরঞ্জন বসাক ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন শিবেন্দ্র কুমার নাগ।

 

শেয়ার