Top
সর্বশেষ

সাপাহারে সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তরের উদ্বোধন

১০ এপ্রিল, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
সাপাহারে সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তরের উদ্বোধন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর সাপাহারে স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়ালী শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের অংশ হিসাবে ওই দিন সাপাহার থানার আয়োজনে থানা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরে প্রদর্শন করা হয়।

বাড়ীটি পেলেন শিরন্টি ইউনিয়ন মড়াডাঙ্গা গ্রামের মৃত ওহাব আলীর স্ত্রী গৃহহীন আক্তার বানু।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, ওসি তদন্ত আল মাহমুদ সহ সকল
পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার