Top
সর্বশেষ

পাঁচবিবিতে আ’লীগ নেতার বাবাকে রাজাকার বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০ এপ্রিল, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
পাঁচবিবিতে আ’লীগ নেতার বাবাকে রাজাকার বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
আল মামুন, জয়পুরহাট :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলকে রাজাকারের সন্তান বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ এপ্রিল’২২) দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাব কার্যালয়ে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল তার লিখিত বক্তব্যে জানান, ৯ বছর পর গত ২২ মার্চ পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আবু বকর সিদ্দিক মন্ডলকে সভাপতি হিসাবে ঘোষনা করেন। এরপর প্রতিপক্ষরা তাকে নানাভাবে হয়রানী করছে।

তিনি বলেন, ‘সম্মেলন পরবর্তীকালে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে রাজাকারের সন্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর অংশ হিসেবে প্রতিপক্ষের অনুসারীদের অভিযোগের ভিত্তিতে গত ৮ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্সনে “রাজাকারের সন্তান পেল পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের পদ” শিরোনামে মিথ্য ও ভুয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। এই সংবাদের বিরুদ্ধে আমি আজকের এই সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করছি।’

আমার বাবা বা পরিবারের কেউই কখনও রাজাকার ছিলেন না। আমার পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ দলীয় রাজনীতির সাথে জড়িত। শুধুমাত্র আমার বাবার নামের সাথে মিল থাকায় আমার পরিবারকে স্বাধীনতা বিরোধী হিসাবে দেখানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমার বাবার নাম আঃ হামিদ মন্ডল, পিতা জামাত আলী, সাং-লাটপাড়া, কুসুম্বা ইউনিয়ন, পাঁচবিবি। অপরদিকে একই এলাকার আব্দুল হামিদ, পিতা আফাজ উদ্দিন,সাং-লাটপাড়া, পাঁচবিবি সে একজন প্রতিষ্ঠিত রাজাকার। বাবার নামের সাথে মিল থাকায় আমাকে রাজাকারপুত্র বলা হয়েছে। আমি বা আমরা কেহই দেশ বিরোধী কোন চক্রের সাথে জড়িত নয়। আমি ১৯৯৯ সালে পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে পৌর ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক, ২০০৮ সালে মহীপুর হাজী মোহাম্মদ মহসীন সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য, ২০১৩ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায় ২০১৬ সালে পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ২০২২ সালে কুসুম্বা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার রাজনৈতিক উত্থানে র্ঈষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রæপ আমার বিরুদ্ধে ও আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে আমার দলীয় একশ্রেনীর নেতা আমাকে হেয় করতে কাজ করে যাচ্ছে। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাই ও নিন্দা জ্ঞাপন করছি। আগামীতে আমি আমার দলীয় ফোরামে আলোচনা করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

ওই অনলাইনে প্রকাশিত সংবাদে যিনি আমার বিরুদ্ধে মিথ্য সাক্ষাতকার দিয়েছেন তিনি হলেন জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান টুকু, যিনি রাজাকার ইদ্রিস আলি সর্দারের ছেলে। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর দোসর ছিলেন টুকুর বাবা। এ ব্যাপারে মুঠো ফোনে যোগযোগের অনেক চেষ্টা করা হলেও মাহবুবুর রহমান টুকু ফোন ধরেননি।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ সুলতান আহম্মেদ সহ অন্যান্যরা।

শেয়ার