Top
সর্বশেষ

সিরাজগঞ্জে নিখোঁজের ২দিন পর নরসুন্দরের লাশ উদ্ধার

১১ এপ্রিল, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নিখোঁজের ২দিন পর নরসুন্দরের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের নিখোঁজের দুদিন পর এনায়েতপুর থানার রূপনাই গ্রামের ঘাসের ক্ষেত থেকে সোমবার দুপুরে মানিক শীল (৩৬) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার (৯ এপ্রিল) সকালে নরসুন্দর মানিক শীল বাড়ি থেকে শিবপুরবাজারে চুলকাটার কাজ করতে বের হয়ে আর ফিরে আসেনি।

সোমবার (১১ এপ্রিল) সকালে রূপনাই গ্রামের একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ পঁচন ধরার কারণে শরীরে আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার